এবার পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প অনূভুত

বাংলাভাষী ডেস্কঃঃ

এবার পাপুয়া নিউ গিনিতেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দেশটির কান্দ্রিয়ানে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। এই তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। ওশেনিয়া অঞ্চলের একটি দেশ পাপুয়া নিউ গিনি। এএফপির খবর।

স্থানীয় সময় রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে উএসজিএস। এর গভীরতা ৩৮.২ কিলোমিটার। ভূমিকম্পের স্থান থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কিম্বে শহরের পাশে একটি ওয়ালিন্দি প্ল্যান্টেশন রিসোর্টে ভূ-কম্পন অনুভূত হয়। যদিও একজন কর্মী এটিকে 'খুব খারাপ নয়' বলে বর্ণনা করেন। ওই রিসোর্টের কর্মী ভেনেসা হিউজ বলেছেন, 'সত্যিই কেউ প্রতিক্রিয়া জানায়নি, এটি কেঁপে উঠেছে, তবে কোন ক্ষতি হয়নি।'

শক্তিশালী এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এছাড়া শনিবার রাতেই জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডোতেও ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।ইউএসজিএস এবং জাপান আবহাওয়া সংস্থা এই তথ্য জানিয়েছে।

ইউএসজিএস থেকে জানানো হয়, রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি প্রায় ৪৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। এই ভূমিকম্পে উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকেও কেঁপে ওঠে। প্রসঙ্গত, ভূমিকম্প জাপানে একটি সাধারণ ঘটনা। এই দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত এলাকাটি তীব্র ভূমিকম্প প্রবণ এলাকা।