এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে

বাংলাভাষী ডেস্কঃঃ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে। এই সময়ের মধ্যেই পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ কথা জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে। এরপর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর পরই খাতা মূল্যায়নের কাজ শুরু হয়েছে।

তপন কুমার জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। এরই প্রেক্ষিতে দ্রুত খাতা মূল্যায়নের কাজ চলছে।
আগামী দুই-চার দিনের মধ্যে ফলাফল ঘোষণার তারিখ চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি পাঠানো হবে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর সদয় অনুমতি পেলে ৩০ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।