কেউ কোথাও নেই

কেউ কোথাও নেই

ওয়াজিউল হক শরীফ

যদি কখনও আর ফিরে না আসি

তবে ক্ষমা করে দিও হে স্বাদের জন্মভূমি 

কাকডাকা ভোরে শুরু হয়েছিল জীবনের পথচলা। 

আকাঙ্খার আবেগি মোহে সোনালীবসন্ত গেছে হারিয়ে 

কত স্মৃতি ভেসে বেড়ায় হৃদয়ের গহীন অন্ধকারে

অজানা সুখের মোহে বসবাস মোর মায়াহীন ভূবণে। 

ভুলতে পারিনি সেই মাঠঘাট বন্ধুবান্ধব আপন স্বজন 

হতাশার আহাকারে খুঁজে ফিরি ফেলে আসা জীবন 

মায়াবী ভালবাসার সুখ লুকিয়ে আছে মমতার ঘ্রাণে।

সমতলের সেই মেঠোপথের স্মৃতি যায় না তো ভোলা 

মায়াহীন কংক্রিটের স্বার্থঘেরা আবেগে হই আনমনা 

সুখের আশায় পথে প্রান্তরে হয়েছি স্বপ্নের ফেরিওয়ালা। 

জীবনযুদ্ধে হারিয়ে গেছে মায়াবীভূবণের সুখের ঠিকানা 

চলার পথের অজানা গন্তব্য খড়কুটো হয়ে ঘুরে বেড়ায় 

তবুও চলছে জীবন কাউকে আঁকড়ে সুখের আশায়। 

আশাহীন পথচলায় হতাশার নহরে ক্লান্ত জীবন বহে

মনে হয় কোথাও কেউ নেই সাহস যোগাবে পাশে এসে 

নেই তো পাশে আত্মার স্বজন কেঁদে ভাসি চোখের জ্বলে।