কবি

কবি

আব্দুছ ছালাম চৌধুরী 

কবি তাঁর কবিতায় 

রাখে তাল-লয়,

রোগা মন থাকে নাকো

পড়ে ভালো হয়।

কবি তাঁর লেখনীতে

কেড়ে নেয় মন,

বারবার পড়ি তাই

কেটে যায় ক্ষণ।

কবি তাঁর নোট বুকে 

লিখে রাখে গান,

দিন শেষে জমে ওঠে

শ্রোতাদের প্রাণ। 

কবি এলে ফুটে ফুল

বসে প্রজাপতি, 

দাদা বাবু চোখ মারে

সতী খোঁজে গতি।

কবি বলে হায় হায়

পড়িনি তো ফাঁদে!

কবি তাঁর খেলাঘরে 

চোখ রাখে চাঁদে।

১২/৮/২০২২----ইংল্যান্ড"