কবি ও কবিতা

কবি  ও কবিতা
-গোলাম রববানী
হে কবি তুমি তো সমস্ত বিশ্বসাহিত্য সম্পদকেন্দ্র ফল
হে কবি শুধু দু'কাল নও হও নজরুলের মত চিরকাল
কবি মানে জনগণের জাগরণ সত্য সোনালি প্রদীপ
কবি মানে সময়ের দারুণ কণ্ঠস্বর ঐক্য বাত বাষ্প
কবি মানে হাজার-কোটি তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য হীনপ্রাণ
কবি মানে হাজার বছর পরেও মহাসম্পদ অধিরোহণ
কবি মানে ইন্দ্রিয় মুক্ত জীবন্ত এক সূর্য নেরুদা চন্দ
কবি মানে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ প্রকৃতি জীবনানন্দ
কবি মানে বিপ্লব বিদ্রোহ আর যতসব অশুভর হুঙ্কার
কবি মানে জলন্ত প্রমাণ নজরুলের বিদ্রোহী কবিতার
কবি মানে লতাগুল্ম মন বিস্তীর্ণ ছড়ানো শাখা প্রশাখা  
কবি মানে ইতিহাস সাক্ষী চির দুঃখ বেদনাক্ত যাতনা
কবি মানে মুক্তচিন্তা মুক্তহৃদয় ও কল্পনাবিলাসী মন
কবি মানে ছন্দ অন্তমিল নহে পাঠক মনে দাগ ও টান
কবি মানে ভেজা গল্পে আবছায়া গেঁজি ফুলেল অনল
কবি মানে দুঃস্বপ্ন ভরা এপ্রজন্মকে করুক তো সফল
কবি মানে বিধি সর্বসাধারণের সাচ্চা এক প্রতিনিধি
কবি মানে দূতি মহাস্রষ্টার এক বিস্ময়কর মহানসৃষ্টি
কবি মানে জগৎ,জীবন আর সম্ভাবনাময় সে প্রকৃতি 
কবি মানে দোঁআশ, এঁটেল আর ভেঁজাবালুরও মাটি
কবি মানে তুচ্ছ খুব-ই তুচ্ছ বিষয় থটে অধ্যয়নকারী 
কবি মানে সহজ সরল সতেজ স্বচ্ছ জলেরও পৃথিবী 
কবি মানে বেদনা বিদ্ধ হৃদয় আর অগ্নিস্ফুলিঙ্গ শিখা
সূর্য সন্তান কোলে অখণ্ড হাসি আর  কল্পনার ডাঙ্গা
কবি মানে সুকান্ত ভট্টাচার্য কবি মানে আর্তুর র‍্যাঁবো
কবি মানে অরণ্যপ্রেমিক সে নগ্ন নির্জন বুদ্ধদেব গুহ
কবি মানে সকলেই কবি কেউ কেউ প্রতিষ্ঠিত 
আবার কেউ কেউ প্রতিষ্ঠিত নয়, অপ্রতিষ্ঠিত! 
কবি মানে সকালের ফোটা তরতাজা বকুল ফুল
অথবা অপরাহ্নে লুকায় ঝরে মাটির কোলে বউল
কবি মানে সমুদ্র সফেন আর লোহিত দামিনী 
কবি মানে কুয়াশা ভেজা ভোরের দোয়েল পাখি
কবি মানে ব্যাঙ পিপড়ে মাছি ঝিঁঝি পোকার হাসি 
কবি মানে শুষ্ক মরু শীতল হিমানী শুষ্ক পুষ্পও দামি
কবি মানে এক ঝাক শুভ্র কপোতের উড়ে যাওয়া
জানা অথবা অজানায়, লুকানো শান্তির পায়রায়
কখনওবা  নিরুদ্দেশে শান্তি সম্মেলন অভিযাত্রায় 
কখনওবা কারুকার্যময় কইতরের নিখুঁত পাখনায়
কবি মানে জলন্ত অনলে অগ্নিদাহ সূর্য সন্তান
কবি মানে সুমধুর কণ্ঠস্বর পৃথিবীর বুকে গান
কবি মানে বিরহী গান ধ্রুপদী সংগীতের ঝংকার 
কবি মানে শান্তজল বা পুষ্করিণীর মতন সরোবর! 
কবি মানে জলের ওপর জল হাওয়ার ওপর হাওয়া
কবি মানে লুকোন মুক্তোর মালায় কে চোখ রাঙায়?
কবি মানে একলা মনে একলা বসে গভীর নিরবতা 
কবি মানে শব্দের সূচগাঁথা বুনন শব্দের কথামালা!
কবি মানে গহীন বনের দাবানলে শব্দপুড়া কবিতা
কবি মানে অশ্রু বন্যায় ভেসে ভেসে তাঁরই আরাধনা। 
কবি মানে অচল হাতে এক টুকরো নাবে সুখ অন্তরা
কবি মানে স্বপ্নের মতন পশ্চিমাকাশে রঙধনু আঁকা
কবি মানে নিগূঢ় নির্মম ক্রীতদাসদের প্রথম কবিতা
কবি মানে নির্লজ্জ নিরক্ষর ব্লাকস্কুলেরই কারবালা
কবি মানে পৃথিবীর যাবতীয় প্রেম পিরীতের ইতিহাস
কবি মানে কারো যে অশ্রুতে ভেজা ইতিহাস পরিহাস
কবি মানে নিমজ্জিত পাপিষ্ঠ পাপে আনন্দে মধুরিম
কবি মানে শিহরিত সঙ্গমে ঊর্মিনাচে দেহে অপরিসীম
কবি মানে মানব-মানবীর প্রেম স্বদেশ-প্রকৃতির প্রেম
কবি মানে লোকজ প্রেম শিকড়ছেঁড়া পেয়ারও প্রেম
কবি মানে ঠোঁটে ঠোঁটে জন্মে কবিতা বিধির ইঙ্গিতে
কবি মানে খোলাদেহ অবিন্যস্ত ব্যতিব্যস্ত খোলা চুলে
কবি মানে স্বপ্ন ঈগল পূর্ণরূপে ডানামেলে ঊর্ধ্বাকাশে
কবি মানে সঙ্গিনীকে আঙিনায় দেখে মুরগী মত চরে
কবি মানে কী বিচ্ছেদ কী বিরহ আর কী হেলাফেলা 
কবি মানে হেলাল হাফিজ মতে কী যেন কলঙ্ক হওয়া
কবি মানে ওই চাঁদ ওই সূর্য ওই  আলো নক্ষত্রমালা
কবি মানে ওই ফুল ওই পাখি ওই পাহাড় পর্বতমালা
কবি মানে এই সিন্ধু ঢেউ সেই পাগলা প্রমত্ত অনিল
কবি মানে এখানে নির্জন রাত সেখানে বিজন কাল
কবি মানে ওই কীট ওই পতঙ্গ ওই পিপীলিকার দল
কবি মানে ওই মেঘ ওই বৃষ্টি ওই রোদ-বৃষ্টিরও চাল!
কবি মানে ওই প্রেম ওই প্রেমলীলার ঘর্মাক্ত আলিঙ্গন 
কবি মানে রোদ-বৃষ্টি ছাড়িয়ে বীর্যবৃষ্টির সে অবগাহন 
কবি মানে শুকনোপাতা তামাক পুড়ানো কালোধোঁয়া
কবি মানে নেশা লাল পানির নেশা ভদকার পেয়ালা!
কবি মানে নরনারীর একটুকরো মাংসপিণ্ডের নেশা
কবি মানে মাঝে মধ্যে কামনার দেহে জড়সড় চড়া। 
কবি মানে রাধা কৃষ্ণের রামলীলা যমুনার তলজলে
কবি মানে চর্যাপদে শয্যা পাতা শবর শবরীর প্রেমে
কবি মানে কী শব্দাশ্রয়ী কী ছন্দাশ্র‍য়ী কবি ও কবিতা
কবি মানে কী চিত্রকল্প কী শক্তিকল্প সবি নীল বেদনা
কবি মানে ওই স্তন ওই যোনি ওই নিতম্ব ভারী রমণী 
কবি মানে ওই অন্ডকোষ ওই শিশ্ন নিয়ে কী হয় ফূর্তি
কবি মানে কী বাদল কী শরৎ আর কী-বা বসন্তদিন
কবি মানে বারোমাস ভিন্ন ভিন্ন খুঁজেফেরে অনুসন্ধান 
কবি মানে তৃষ্ণারই জল আর বিতৃষ্ণা নদী ও নারী
কবি মানে নীতিশ রায়ের বিখ্যাত ছবি তৃষ্ণা সাক্ষী
কবি মানে তৃষ্ণা ছবি সে-তো ছবি নয় মহাকাল সাক্ষী
কবি মানে অচিন পাখি অচিন বাঁশি ব্যথা রাশি রাশি
কবি মানে গানের আহবান সত্যের গান যৌবনের গান
কবি মানে ভোরের কুয়াশা-মাখানো রাজকন্যার মন
কবি মানে ভোরের সোনারোদ হঠাৎ বৃষ্টি বেহাগ বায়ু
কবি মানে স্নিগ্ধদীপ মা মাগো মায়াময় সান্ধ্যফুলটুকু।
কবি মানে কল্পনা-জল্পনা নিত্যানন্দ সে নিনাদ সায়র
কবি মানে ক্রন্দসী বলাকা ঝাঁক প্রাণপাংশুল শীকর 
কবি মানে মন্দ্র মন্থনে শবনম উষ্ণ ভূয়োদর্শী সংশপ্তক 
কবি মনে ছাদনাতলার অঞ্চলপ্রভাব  নাদ ও পাতক
কবি মানে সাড়ে তিন হাত ভূমি মাঠির পইপই মাপ
কবি মানে অরণ্যে কী আলো নরকে লাল গোলাপ
কবি মানে বন্দী শিবিরে থেকে শুধু বিশ্ব দেখা নয়,
কবি মানে সুবর্ণগ্রামে বসে দগ্ধগ্রাম চক্ষু আয়নায়!
কবি মানে বিদ্রোহ প্রতিবাদ কালি কলম ও মননে
কবি মানে অবাধ্য অমান্য অনিয়ম দেখে জ্বলে চিত্তে
কবি মানে নিরহঙ্কার নাকে মুখে বুকে পিটে ও মননে
কবি মানে দেহ সঞ্চারী শক্তি খাদ্য মন সঞ্চারী পুস্তকে
কবি মানে বিশ্বজোড়া সবুজ দিগন্তে নীল জলরাশি
কবি মানে জলনগরে জন্ম সমস্ত জলজ উদ্ভিদ প্রাণী 
কবি মানে পদ্মপাতায় বসে কালো দীঘির জলে স্নান 
কবি মানে পেজা তুলোর মতো শরৎ শুভ্র মেঘে হণ্টন
কবি মানে উষ্ণ প্রেম উষ্ণ রোমাঞ্চকর মধুর মিলন,
কবি মানে চির সৌন্দর্যের কবি জন কিটসের মতন!
কবি মানে হৃদয় গহীন নীড়ে কড়া নাড়ে আগমনী সুর
কবি মানে আমৃত্যু সহবাস লালন চাঁদের সাথে চাঁদের 
কবি মানে সোনা মোড়ানো টুকরো টুকরো কথাশিল্প 
কবি মানে পেয়াজের কংক্রিট প্যাঁচানো পূর্ণ কোষগ্রন্থ 
কবি মানে বারে বারে ভেসে আসে নিখিল অন্তর্যামী 
কবি মানে স্মৃতি বিস্মৃতি ফেলে আসে কৈশোর পাখি 
কবি মানে আন্ধার রাতে উড়ে উড়ে চলন্ত জোনাকি
কবি মানে জীবন চিত্রনাট্যের মরা মানুষ তবুও বাঁচি
কবি মানে একা ভোর একা দুপুর একা রাত দুই কাল
কবি মানে একাল-সেকাল মাঝের কে আমি জঞ্জাল?
কবি মানে হিটওয়েভ মাড়িয়ে গুড়িয়ে এনে শীতলদাহ
কবি মানে বন্য বাদরের কোনো জঘন্য মনোবৃত্তি নাহ!
কবি মানে নতুন নতুন শব্দ শব্দের কথামালা আগমন
কবি মানে জলনগর শব্দনগর ভাষানগর ও নগরমন
কবি মানে ফুল ফল পাখি চন্দ্র সূর্য গ্রহ তারা বুঝ হয়
কবি মানে শুধু শুধু মানুষে মানুষে কী ভাষা বুঝে নয়!
কবি মানে নটীর পূজা বেশ্যার ভাতে জাত যায় কার
কবি মানে বেহাল দশা দশদিগন্তে দেখে করে চিৎকার 
কবি মানে কবি মনে জোয়ার-ভাটার চলে সারাক্ষণ 
কবি মানে ভাঙা-গড়া নবসৃষ্টি দ্বীপ ব-দ্বীপ আলিঙ্গন 
কবি মানে গভীরতর বোধ থেকে যে গভীরতম যন্ত্রণা 
কবি মানে বাউলাব্দুল করিমের মতো দেহতত্ত্ব সাধনা 
কবি মানে মানুষের প্রতি মানুষের অসীম ভালোবাসা
কবি মানে মানুষে মানুষী হিংসা প্রতিহিংসা অবহেলা
কবি মানে কোনো গোষ্ঠী কোনো দলবল হিসাব নয়
কবি মানে শ্বেতাঙ্গ থেকে কৃষাঙ্গ কোনো বৈষম্য নয়
কবি মানে প্রাচ্য থেকে পাশ্চাত্য দেখে এক মেলবন্ধন 
কবি মানে সমস্ত শরীরজুড়ে থাকা লালরক্ত প্রতি টান
কবি মানে নিউটন বোঝা কোনো বোমা বোঝা নয়,
কবি মানে নোবেল শান্তি বোঝা কোনো অর্পণ নয়!
কবি মানে সৃষ্টিতে বিষ্ময় সাড়ে তিন হাত ভূমি কার?
কবি মানে রাত্রির শিশিরে কাঁপে ঘাসফুল যার তার!
কবি মানে রূপের এক রহস্যছবি এক অপরূপ ভোর
কবি মানে গোপন প্রতিমূর্তি দুর্লভ প্রদীপ্ত প্রেম তার!
কবি মানে সমস্ত বর্ণ সমস্ত শব্দ অক্ষর প্রতিবর্ণীকরণ
কবি মানে সব রূপ-রস-ছন্দ বৃত্তমাত্রা কলা অলঙ্করণ  
কবি মানে দুঃখ কবি চৈতী খরায় শ্রাবণ ভাদরজুড়ে
কবি মানে নদীর চেয়ে উত্তাল সুগভীর নারীর শরীরে!
কবি মানে জীবনখাতা অপূর্ণ হিসাব খাতা ঢের বাকি
কবি মানে কৈশোর শৈশব যৈবন বুড়া হিসাব কী রাখি
কবি মানে আগুনেপুড়া বিষাদভরা মোনালিসার হাসি
কবি মানে এসএম সুলতানের ক্যানভাসে আঁকা তুলি
কবি মানে সম্মুখে চলা উজ্জ্বলতায় অগ্নি স্ফূলিঙ্গতায়
কবি মানে বসুমহিমা খুঁজে পাওয়া মানব সৌন্দর্যতায়
কবি মানে সাতরঙা প্রজাপতি পোকা বলাকার ডানা
কবি মানে কেউ করেনা মানা ইচ্ছে হলে মেলে দু'ডানা
কবি মানে একমুঠো ঘাসফুলে সাজায় স্বপ্ন বরণডালা 
কবি মানে দোয়েল ডাহুক দীর্ঘশ্বাসে হৃদপাজর ভাঙা
কবি মানে কোনো কোনো শিল্পীর অশেষ সাধনাসৃষ্টি 
কবি মানে ধান-শস্যক্ষেতে আঁকা রাজনীতিরও কবি!
কবি মানে উনুনশূণ্য হাড়ি তবু দেখে গোলাভরা ধান, 
কবি মানে তবুও হোক না সাম্যের সাম্যবাদী জয়গান!
কবি মানে আপনও অঙ্গনে স্বেচ্ছায় স্বেচ্ছা নির্বাসন 
কবি মানে ক্রিসমাস  বৃক্ষ অঙ্গে দৃঢ় প্রেমে অঙ্গীকার।
কবি মানে মেঘ আকাশ সমুদ্দুর আর সোনালী প্রান্তর 
কবি মানে এক ভ্রমণের ফুল ফুলের ছায়া বিষ্ময়কর
কবি মানে গোলাবারুদ আগ্নেয়াস্ত্র ক্ষেপণাস্ত্র কিছু নয়
কবি মানে হাত-পা-মস্তিষ্ক হিম হলে বিশ্বশান্তি নিশ্চয়!
কবি মানে রোবটহৃদয় নয় কবি মানে মরুহৃদয়ও নয়
কবি মানে কারওবা মর্মপীড়ায় ভয় অন্তর্বেদনায় ক্ষয়
কবি মানে বিদ্যাবুদ্ধির প্রেমে পড়া নয় প্রেমে ছন্নছাড়া 
কবি মানে শিল্প-সাহিত্য-রাষ্ট্রীয় জীবনে বুঝে প্রশংসা 
কবি মানে ক্যাকটাস ও সমুদ্রাকাশ পড়া নগ্নতা পড়া 
কবি মানে সময় ছেড়ে কোনো ঋতু স্বর্গ প্রার্থনা করা
কবি মানে ধ্যান কল্পনা শৈশব শিশুর মতন পাসপোর্ট 
কবি মানে জীবনযুদ্ধ জোয়ার তরঙ্গে গড়া বিরাট দুর্গ
কবি মানে সুষ্ঠু বিচার বাণী তবু নিভৃতে কাঁদে ভগবান
কবি মানে গড়া বিশাল বায়ু প্রাচীর ভেঙ্গে তা খানখান
কবি মানে কারা ওরা শিয়াল কুকুর হায়েনার সব দল
কবি মানে আহবান বাস্তবতার মাটি ফাঁড় গো অখিল
কবি মানে সব সম্পর্ক বন্ধন প্রাণপ্রিয় আত্মীয় স্বজন
কবি মানে রোবট জীবন নয় লোকও সামাজিক বন্ধন
কবি মানে জীবন্ত চলন্তট্রেন জানে না সে থাম্বে কখন
কবি মানে প্রতিক্ষায় ছুটি ঘণ্টা জীবন্ত সময়ের মতন
কবি মানে মিউজিক্যাল থট মেট্রিক্যাল কম্পোজিশন 
কবি মানে আদত আনন্দ শিল্প ডিপলি ইমাজিনেশন!
কবি মানে চাষাভুষার কাব্য আর মুটেমজুরের কাব্য,
কবি মানে বজ্র-বিদ্যুৎ-ফুল-পাখির বিরাটকার পদ্য।
কবি মানে মেহনতি মানুষের জাগ্রত সহানুভূতি কাম্য
কবি মানে শিল্পকলা বড় অবদানে তারা-ই মান্যগণ্য। 
কবি মানে ইন্দ্রিয় অতীন্দ্রিয় উচ্চাবচ অনুভব খেলা
কবি মানে পাতার পর পাতাজুড়ে নিজের কথা বলা
কবি মানে লাল-সবুজ জার্সিধারী দুখ জয়ানন্দ সঙ্গী
কবি মানে সোনার বাংলা ভালোবাসি এ আনন্দতরী  
কবি মানে শূন্যস্থান দিয়ে বোঝা হয় মাঝে ছাড়াছাড়ি 
কবি মানে হৃদয়ে কাঁপলে হৃদয় বিশ্বাসঘাতকেই ছাড়ি
কবি মানে তো বেলা শেষে চাওয়া কেউ পাশে থাকনা
কবি মানে তো এ-বেলা ও-বেলা ভাঙনমুক্ত হোক ধরা
কবি মানে মনমালিন্য মন ভুলে হোক পূর্ণ আনন্দধারা
কবি মানে ছোড় নয় অবিচ্ছেদ্য হোক না ভালোবাসা! 
কবি মানে ধীরস্থির পদক্ষেপ কবির ছায়া কবি হৃদয়ে
কবি মানে দৃঢ় চিন্তাভাবনা হাতে বই ভিক্ষাথালা নহে!
কবি মানে ভাষা বাংলা বাংলাদেশ ও  বাঙালি মানুষ
কবি মানে রক্তের ওপরে রক্ত ভাসায় কে ও  অমানুষ 
কবি মানে সবার হৃদয়ে একটি কবি সত্তার-ই বসবাস
কবি মানে দর্শন ইতিহাসের চেয়ে বড় পরিতৃপ্তির শাঁস
কবি মানে জাহেলিযুগ ছিন্ন আনলে ইসলামি সুরধ্বনি
কবি মানে চলন্ত পুণ্য পাপ গুনাহমুক্ত বিশ্ব ইলম দ্বীনি
কবি মানে ভব সংসার ঘর ক্ষণিকের কর বিশ্বাস রবে
কবি মানে কর মাথানত তাঁরে খেলাঘরও ভেঙে যাবে
কবি মানে হও নিষ্পাপ মাসুম সন্তান সব দম্ভ লুটায়ে
কবি মানে ফাও ধনী-গরিবে ভেদাভেদ দম ফুরোলে!
কবি মানে চেতনা ধর হে বঙ্গবন্ধু ও নজরুলের দল!
কবি মানে-ই কবিতা আর কবিতা মানে-ই কবি,
কবি মানে-ই শিল্প আর শিল্প মানে-ই ঈশ্বর বিধি।
৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ