কবি নূরজাহান শিল্পীর সম্পাদনায় কাব্যগ্রন্থ;যে জীবন মানুষের-

কবি নূরজাহান শিল্পীর সম্পাদনায় কাব্যগ্রন্থ;যে জীবন মানুষের-

মোহাম্মদ আলী

যে মানুষের জন্য কাজ করে, সেইতো মানুষ। যদি তার সৃষ্টি, তার কৃতিত্ব সুখের ঘ্রাণ ছড়ায়। তবেই তো কবি সার্থকতা খুঁজে পায়। 

আমরা অনেকেই "আমার" নিয়েই চিন্তিত। আমার হয়ে গেলে আর কারো ধার ধারি না। আমরা ভুলে যাই আমি বড় এই ভাবনায় যারা থাকে, তারা দিন দিন তাঁকেই খাটো করে নেয়। 

প্রতিভাসম্পন্ন যারা তারা তাদের প্রতিভাকে বিকশিত করতে গুণী মেধাবীদের কর্মদক্ষতাকে সুনিপুণ ভাবনার আওতায় নিয়ে আসতে পরিশ্রমকে হাতিয়ার হিসাবে ধারণ করে । আমরা যাদেরকে (Genius) প্রতিভাবান বলে থাকি, তারা কর্মগুণে ব্যক্তির চেয়ে বড় হয়ে উঠে। অসাধারণ সৃজনশক্তি তাদেরকে মহান হতে সহায়তা করে। 

যদিও ব্যতিক্রমধর্মী বুদ্ধিমত্তাবিশিষ্ট গুণাবলীগুলো মহান হবার পূর্ব শর্ত। স্বতঃস্ফুর্ত কিংবা স্বপ্রণোদিত হয়ে নিবেদিত প্রাণ যাদের, তারাই শ্রেষ্ঠত্বের দাবিদার হয়।

অন্তঃর্নিহিত ব্যতিক্রমধর্মী বুদ্ধিবৃত্তি কিংবা তার সাহিত্য চর্চার সক্ষমতা, সৃজনশীলতাকে আরও বেগবান করে তুলে। শব্দের গাঁথুনিতেও যিনি প্রকৃতিগতভাবে বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম হন। তিনি এই সকল গুণাবলীর অধিকারী।প্রতিভাবান হিসেবে তাঁকেই চিহ্নিত করে সমাজ এবং রাষ্ট্র। 

মৃদুভাষী কবি নূরজাহান শিল্পীর কর্মময় জীবনের ফাঁকে বিশুদ্ধ সাহিত্য চর্চা এবং সেই চর্চাকে সমুন্নত রাখতে সৃষ্টি করেছেন 

------- "যে জীবন মানুষের"

বইটি যথেষ্ট পাঠকের কাছে সমাদৃত হয়েছে, তার জন্য অভিবাদন জানাচ্ছি। 

এই বইটিতে একা ঝাঁক গুণীজনকে সম্পৃক্ত করে, তাদেরকে নিজ নেতৃত্বে এনে এবং সম্পাদনা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

সম্পাদক কথায় —

জীবন প্রস্ফুটিত আলোর উপাখ্যান, অথবা চন্দ্রাহত অমাবস্যার পীড়ন সুখের আবেশে নৌকা ভাসমান জীবন যখন যেখানে যেমন—

কবির কথাগুলো পাঠক মনে দম্ভ কিংবা অহংকার করা যায়। ভাবাবেগের শব্দভাণ্ডার গুলো লেখনী যেনো তার বেলায়ই সাজে।

ছবিতে দৃশ্যমান তরুণী—

কিন্ত শব্দের ফুলঝুরিতে প্রাণ আছে বলে প্রতীয়মান হলো। প্রাণবন্ত হয়ে উঠুক তার আগামীর জীবন।আমার প্রিয় মাতৃভাষা সৃজনে লালন, সে বিশ্ব জয় করুক।

সকল কবির প্রতি ঢের ভালোবাসা—

সিলেট। 

২০/১০/২০২২।