কবর কত কাছে

কবর কত কাছে

-মাহমুদ বিন আব্দুল্লাহ 

এক জীবনে কত আশা

করবো কত কিছু,

অসৎ পথে পা বাড়িয়ে 

মানুষ হয় পশু!

এক জীবনে কত স্বপ্ন 

নাই যার কোন সীমা, 

অসীম চাওয়ার পিছে দৌড়ে 

ভুলে যাই, কে গর্ভধারিনী মা!

জানতো যদি অবুঝ মন

কবর কত কাছে,

জীবন হতো পূন্যে ভরা

খোদাকে ভালবেসে।

হৃদ যন্ত্র বন্ধ হলেই

সবাই কবর বাসি, 

কারো বয়স বিশ হলেই

আবার কারো হলে আশি। 

জানতো যদি মন

কবর কত কাছে,

মানব সেবায় কাটতো জীবন 

বাকী সবই মিছে।