‘করোনার ডেল্টা ধরণে আক্রান্ত হচ্ছে শিশু ও নবজাতকরাও’

‘করোনার ডেল্টা ধরণে আক্রান্ত হচ্ছে শিশু ও নবজাতকরাও’

বাংলাভাষী ডেস্ক

করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হচ্ছে শিশু ও নবজাতকরাও। উপসর্গ বহনকারী নবজাতকদের গড়ে একশটি নমুনা পরীক্ষায় ১৫টাই ডেল্টা ধরণের করোনা শনাক্ত হচ্ছে। অতি সংক্রমিত এই করোনা পাঁচ বছরের নিচের বয়সী শিশুদের জন্য ঝুঁকি তৈরী করতে পারে। তাই নবজাতকদের অভিবাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

বিশেষজ্ঞরা বলছেন, গেলো বছর দেশে ছড়ানো করোনা আর এবারের করোনায় বিস্তর পার্থক্য আছে। করোনার ডেল্টা ধরণটি অতিমাত্রায় সংক্রমণ প্রবণ হবার কারণে এটি নবজাতক ও শিশুদেরও আক্রান্ত করছে। সাধারণত বাবা মা বা শিশুদের পরিচর্যাকারিদের মাধ্যমেই তারা করোনা সংক্রমিত হয়। 

এছাড়াও, উপসর্গ বহনকারী নবজাতকদের ১শটি নমুনার মধ্যে এখন প্রায় ১৫ টি ডেল্টা ধরণের করোনা শনাক্ত হচ্ছে যা পাঁচ বছরের নিচের বয়সী শিশুদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

নবজাতক থেকে অন্তত ১০ বছর বয়সী শিশুর করোনা টিকা আবিস্কার হয়নি। তাই প্রতিরোধই একমাত্র উপায়। করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসায় ঢাকা মেডিকেলে ৪০টি ও ঢাকা শিশু হাসপাতালে ২০টি বেড রয়েছে।