কালবৈশাখী

কালবৈশাখী
বিচিত্র কুমার
নীল আকাশে মেঘ জমেছে 
দমকা হাওয়া বয়,
চিকমিকিয়ে বিজুলি নাচে 
মনের ভিতর ভয়।
দূর গগনে দেয়া ডাকে
বুক দুরুদুরু করে,
পাখিগুলোও প্রাণের ভয়ে
নিজ বাসাতে ফিরে।
উড়িয়ে ধুলো শুকনো পাতা
ভাঙ্গে গাছের ডাল,
একপলকে উড়িয়ে যায়
কুঁড়ে ঘরের চাল।
(০২)
দানবরূপী করোনা 
-বিচিত্র কুমার
দানব তুমি আর কতকাল
থাকবে জগৎ জুড়ে,
মানুষ খেতে পাচ্ছো মজা
আচ্ছো ঘুরে ঘুরে।
দয়া নেই মায়া নেই
নেইকো সত্তাযুক্ত মাথা, 
মানুষ তুমি খাচ্ছো গিলে 
যাচ্ছো যথা তথা।
বিশ্বসংসার নিঃস্ব করে
নিচ্ছো কেড়ে শত প্রাণ,
তোমার থেকে রেহাই পেতে
খুঁজছি আমরা পরিত্রাণ।