কষ্ট 

কষ্ট 

গোলাম মোস্তফা 

কষ্ট তো আছেই 

কষ্ট ছিল সকাল জুড়ে

কষ্ট ছিল দুপুর বিকেল সন্ধ্যায়

কষ্টেরা সব ভিড় জমাই রাতের অন্ধকার শয্যায়।

কষ্ট থাকে দুঃখের সাথে

কষ্ট থাকে বেশি সুখে

কষ্ট থাকে অনাহারে 

কষ্ট থাকে বেশি বেশি চাওয়া বুকে।

কষ্ট ছিল অন্ন অভাবে

কষ্ট ছিল বস্ত্র - আভরণের 

কষ্ট থাকে স্বজনহীনতায়

কষ্ট থাকে সম্পর্কহীনতায় রক্ত সম্পর্কের। 

কষ্ট এখন নষ্ট করে সব আয়োজন 

কষ্ট এখন বুকের মাঝে ঘাই তোলে

কষ্ট এখন রুদ্ধ করে সব মনন

কষ্ট এখন সব সম্পর্ক শিকেয় তোলে।