কষ্টের ফেরিওয়ালা হেলাল হাফিজ এর জন্মদিন আজ

কষ্টের ফেরিওয়ালা হেলাল হাফিজ এর জন্মদিন আজ

নূরজাহান শিল্পী

হেলাল হাফিজ (জন্ম: ৭ অক্টোবর, ১৯৪৮) বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি স্বল্পপ্রজ হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তার কবিতা সংকলন যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর ৩৩টিরও বেশি সংস্করণ হয়েছে। ২৬বছর পর২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর। তার অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’;- এ কবিতার দুটি পঙ্‌ক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে।[২] তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবে বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন

ঢাকা লিট ফেস্ট ২০১৭’তে কবিতা পড়ছেন হেলাল হাফিজ

জন্ম৭ অক্টোবর ১৯৪৮ (বয়স ৭২)

নেত্রকোণা, বাংলাদেশপেশাকবি, সাংবাদিক নাগরিকত্ব বাংলাদেশ সময়কাল বিংশ শতাব্দী ধরনকবিতা উল্লেখযোগ্য রচনাবলি যে জলে আগুন জ্বলে

কবিতা ৭১উল্লেখযোগ্য পুরস্কারআবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার (২০১৩

'কষ্টের ফেরিওয়ালা' প্রিয় কবি হেলাল হাফিজের আজ শুভ জন্মদিন। আন্তরিক অভিনন্দন ও প্রীতিময় শুভেচ্ছা। নিভৃতচারী প্রিয় কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি বাংলাভাষী মিডিয়ার পক্ষ থেকে ।