ক্ষতিপূরণ পাচ্ছে গার্ডার চাপায় নিহতদের পরিবার

ক্ষতিপূরণ পাচ্ছে গার্ডার চাপায় নিহতদের পরিবার

বাংলাভাষী ডেস্কঃঃ

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজের বক্স গার্ডার (সেগমেন্ট) পড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেবে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে ঢাকাপ্রকাশ-কে একথা জানিয়েছেন, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সফিকুল ইসলাম।

বিআরটি প্রকল্পের নির্মাণকাজ চলাকালে গত ১৫ আগস্ট রাজধানীর উত্তরার জসিম উদ্দিন সড়কে ক্রেন উল্টে বক্সগার্ডার (সেগমেন্ট) ছিটকে পড়ে টঙ্গীগামী একটি প্রাইভেটকারের উপর। এ ঘটনায় ওই কারটি গার্ডারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একই পরিবারের পাঁচজন মারা যান। আহত দুইজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

ভয়ঙ্কর ওই দুর্ঘটনার পর বিআরটি প্রকল্পের নির্মাণকাজের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে। উচ্চ আদালতে ক্ষতিপূরণ বিষয়ে একটি রিটও দায়ের হয়েছে।

ঘটনার তদন্তে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি কমিটিও গঠন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) গাফিলতির বিষয়টি উঠে আসে।

ইতোমধ্যে বিদ্যমান তদন্ত কমিটিকে সম্প্রসারিত করে সাত সদস্যের কমিটি করা হয়েছে। এই কমিটি আগামী তিন-চার দিনের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিআরটি কর্তৃপক্ষ।

অবশ্য ইতোমধ্যে এই ঘটনায় অভিযুক্ত ক্রেনচালক, তার সহকারীসহ নয়জনকে আটক করেছে র‌্যাব। আর ঘটনার পরপর নিহতদের পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। তাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করে ক্রেনচালকসহ সংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়।

এদিকে এ দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিআরটি কর্তৃপক্ষ।

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে জানান, ইতোমধ্যে নিহতদের দাফন, আহতদের চিকিৎসাসহ সব খরচ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বহন করা হয়েছে। এখন নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কাজ চলছে। সিজিজিসির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

তিনি জানান, সিজিজিসির সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানির চুক্তি আছে। সেই চুক্তির আলোকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিহতদের ক্ষতিপূরণ দেবে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য সওজ এর প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।