ক্ষুধা

ক্ষুধা

সালমা খান 

নিভৃতে শান্ত শহরে টিপ টিপ 
জ্বলে নিভে 
হাজারো পোয়াতি
বাতি 
আমাকে  ঘিরে প্রবোধ 
দিচ্ছে নির্বোধ 
আমরাবতী
তন্দ্রা ঘোরে সন্ন্যাস হয়ে
হাঁটছি বহু পথ
বিড়বিড়য়ে আওড়ে যাই
নাম না জানা শ্লোক 
সকাল হতে কাক 
ফাটা রোদ
নিঃশ্বাসে ওদের মিথ্যে 
শপথ 
নাকে বাতাসে ভেসে 
আসে ভাতের গন্ধ 
জেগে দেখি ঘরে ঘরে দরজা 
কপাট বন্ধ 
করোনার ভয়ে সবার চোখ
অন্ধ 
খুব শুনেছি ডজনে ডজন
নেতা মন্ত্রীর ভাষন
 শাসন।
সামান্য কটা ত্রান বিতরণে 
মডেল অঢেল সেলফি তুলে 
যে যার মতন।
ছেড়েই দিলাম বাঁচার 
আশা ,
কারো উপর নেই ভরসা ।
মনে মনে করেছি পণ,
সব কিছু সাগর জলে
দেব বিসর্জন।
জেনে গেছি সবার 
চলার ধরন,
শুনবো না আর কারো 
বারণ।
কোথাও যাওয়ার পথ নেই 
আমার ,
পায়ের তলায় জোড়া পথর,
পিছনে বিশাল সাগর।
ডুবতে গিয়ে জল আগলে 
রেখে বলে,
ঘুমিয়ে আছে অবুঝ শিশু 
পরম সুখে, 
আশ্রয় খুঁজে তোমার বুকে ।
কেন ফেলেছো সাগর মুখে ?
শূন্য আকাশ করছে শাসন 
কোলে তোমার মানিক রতন।
শক্ত মুঠিতে বেঁধে রেখো
ছেড়ো না এ মায়ার বাঁধন।