কোরবানি 

কোরবানি 

কোরবানি 
         মনিরুজ্জামান

স্বপ্ন যোগে আল্লাহ তাআলা করলেন আহ্বান,
হে ইব্রাহিম,তোমার প্রিয় জিনিসটা কে করে দাও কোরবান 

শত শত উট জবাই করিলো
হয়নি তবু কবুল,
কঠিন পরীক্ষায় ফেলিলেন নবীকে
আলামিন রাব্বুল ।

তৃতীয় বার একই নির্দেশে
করলেন অনুধাবন,
শিশু পুত্র ইসমাইলের চেয়ে
নেইযে কিছু আপন ।

শিশু পুত্র ইসমাইলকে নিয়ে
আসলেন উপত্যকায় ,
আত্মত্যাগের বিনিময়ে কবুল করবেন
আল্লাহ মহিমায় ।

আল্লাহর আদেশ ইসমাইল কে
করলেন অবগত,
শিশু পুত্র ও সম্মতি জানালো
নির্ভয় ছিল চিত্ত ।

চোখ বাধিয়া ছুরি চালালেন 
নিজ পুত্রের গলায় ,
আল্লাহর কৃপায় দেখতে পেলেন
দূম্বা হলো জবাই ।

তখন থেকেই শুরু হলো
কোরবানির রীতি,
যেন মানব অন্তরে কাজ করে
আল্লাহ তায়ালার ভীতি।

কোরবানি দাও আত্মশুদ্ধি
আত্মত্যাগের জন্য,
ইবাদত তাহলে কবুল হবে
জীবন হবে ধন্য ।

মনিরুজ্জামান
মনোহরদী, নরসিংদী, বাংলাদেশ ।