খুচরা পয়সা

খুচরা পয়সা

আব্দুছ ছালাম চৌধুরী

কল্পনার অস্তিত্বে বুলেটের জগৎ। 

স্তব্ধ পৃথিবীর দিনমজুর। 

চায়ের টেবিলে শক্তির থাপ্পড়। অতঃপর ঘরে ফেরা। 

আমেজের দেশ বাংলাদেশ। 

নির্বাচনের গুঞ্জন। 

সমীহ করে কুশলাদি অব্যাহত। আফসোস পঞ্চম সালে গুটিকয়েক দিন। 

সৌজন্যেবোধ ধ্বংসের দারপ্রান্তে। 

ফুলেল শুভেচ্ছা। 

বৈচিত্র্যময় আলোক সজ্জায় ঝাড়বাতির রমরমা বানিজ্য। 

কখনো উত্তরাঞ্চল থেকে দক্ষিনাঞ্চল। ফূর্তিবাজিতে বখাটেরাও অমর সঙ্গী। 

উদাত্তকণ্ঠে ঢেলে সাজানোর নামকাওয়াস্তে অঙ্গিরার। 

খুচরা পয়সা অহর্নিশ পকেট বদলাচ্ছে। 

কৃষকের জমি ছাড়া। 

হাম্বা করে লোক দৌড়ে এলো পথে। 

আর কি! 

যদি ঈশ্বরের সাথে করমর্দন হয়। 

ঠোঁটের জোরে বিশাল অংকের ব্যবধান। 

জয় অনিবার্য। 

বাকীরা গোল্লায়। 

হয়তোবা জামানত বাজেয়াপ্ত হবে। 

আফসোস। 

১৩/১০/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন"