গাজায় জাতিসংঘ কার্যালয়ে হামলা

বাংলাভাষী ডেস্ক::

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবস্থিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কার্যালয়ে স্থানীয় সময় শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে হামলা চালানো হয়েছে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটরা) এক পোস্টে বিষয়টি জানিয়েছেন ইউএনডিপি প্রধান আছিম স্টেইনার।

তিনি বলেন, গত রাতে আমাদের গাজা কার্যালয়ে বোমা হামলা চালানো হয়। কার্যালয় প্রাঙ্গণে নিরাপদ আশ্রয়ের জন্য আসা লোকজন হতাহতের শিকার হয়েছেন। এটি একটি ভুল।

বেসামরিক নাগরিক, বেসামরিক অবকাঠামো এবং জাতিসংঘের কার্যালয়গুলো সর্বদা সুরক্ষিত থাকতে হবে বলেও জানান তিনি।

গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় প্রায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হন এবং হামাস সদস্যরা ২৪০ জনের বেশি ইসরায়েলিকে বন্দি করে নিয়ে যায়। এরপর থেকে চলমান যুদ্ধে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি শিশু।