‘গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে’

বাংলাভাষী ডেস্কঃঃ

বিশ্বে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে আতিফুল হাই শিবলীর স্মারক বই উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ইন্দো-প্যাসিফিক জোটে যোগদানে বাংলাদেশের কোনো আপত্তি নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জোট থেকে লাভবান হলে বাংলাদেশ যোগদান করবে।

দুই দিনের সফরে শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সফরের বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ডোনাল্ড লুর সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে।