গ্যাসের লাইন স্বাভাবিক, চুলা জ্বালানো যাবে: তিতাস

বাংলাভাষী ডেস্কঃঃ

রাজধানীর যেসব এলাকায় গ্যাসের লাইনের লিকেজের কারণে গন্ধ বের হয়েছিল সেসব লাইনে কাজ করা হয়েছে। এখন চুলা জ্বালানো যাবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রাতে রাজধানীর রামপুরা, মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, মহাখালী ও নিউমার্কেট এলাকায় থেকে ফায়ার সার্ভিসের কাছে গ্যাস লিকেজের খবর জানা যায়। এরপর মাইকিং করে চুলা না জ্বালাতে অনুরোধ জানানো হয়।

এ ঘটনায় তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোরশেদ আলম বলেছেন, সারা ঢাকাতে গ্যাসের লাইনের কাজ করা হয়েছে। এখন স্বাভাবিক আছে গ্যাসের সব লাইন। গন্ধে কোনো সমস্যা হবে না। এলাকাবাসীকে নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছি আমরা।

এদিকে এই বিষয়ে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ্ বলেছেন, সারা ঢাকা শহরের গ্যাসের লাইন সকাল থেকে স্বাভাবিক। লিকেজ বন্ধ হয়ে গেছে। এখন আর গ্যাসের ওভারফ্লো (বেশি চাপ) নেই। রাজধানীবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছি আমরা।

এই বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, এখন আর কোনো সমস্যা নেই। আমাদের কাছে আসা অভিযোগ আমরা তিতাসের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারা সারা রাত কাজ করেছে বলে জানিয়েছেন। এখন সব ঠিক আছে বলে জানিয়েছেন।