গোলাপগঞ্জে জাতীয় পার্টির ইফতার : "দুই দলের ব্যর্থতায় জাতীয় পার্টির বিকল্প নেই" -সেলিম উদ্দিন

বাংলাভাষী ডেস্ক :

বিয়ানীবাজারের পর গোলাপগঞ্জে ঘটা করে ইফতার করল জাতীয় পার্টি। সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় হইপ আলহাজ্ব সেলিম উদ্দিনের উপস্থিতিতে বক্তারা বলেছেন, সিলেট ৬ আসন জাতীয় পার্টির। মহাজোটের খাতিরে তিনবার ছাড় দেয়া হয়েছে। আর নয়। এই আসন পুনরুদ্ধার করতে আগামী নির্বাচনে সেলিম উদ্দিন প্রার্থী হবেন। তিনিও বলেছেন সর্বস্তরের তৃণমুল নেতাকর্মীদের নিয়ে বিয়ানীবাজার গোলাপগঞ্জের ঘরে লাঙ্গলের জোয়ার উঠবে। সে জোয়ারে এই আসন উদ্ধার করে পার্টিকে উপহার দেয়া হবে। কারণ জাতীয় পার্টিই একমাত্র মানুষের ভরসা। দেশ ও ইসলামের খেদমতে জাতীয় পার্টি ও পল্লীবন্ধুর অবদানকে মানুষ স্মরণ করছে। তাই দুই দলের ব্যর্থতায জাতীয় পার্টির বিকল্প নেই\
মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা সদরস্থ সানরাইজ সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সাবেক বিরোধীদলীয় হইপ ও সাবেক সাংসদ আলহাজ্ব সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার, মহানগর যুব সংহতির সেক্রেটারী মাহমুদুর রহমান মাহমুদ।
গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এ মালেক এবং জেলা যুব সংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজুর উপস্থাপনায় ইফতারে উপস্তিত ছিলেন, সাবেক সভাপতি আব্দুল মুকিত মাস্টার, সাবেক আহবায়ক কবির আহমদ জহির উদ্দিন, গোলজার আহমদ মেম্বার, আলহাজ্ব নুরুল আম্বিয়া, আনিসুজ্জামান পাবলু, আশিক আহমদ, জালাল আহমদ চৌধুরী, আব্দুর রউফ, কাওছার হোসেন হীরা, জুবের আহমদ, ওয়েছ আহমদ, প্রমুখ