গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত

বাংলাভাষী ডেস্ক :

সিলেটের বিয়ানীবাজার-গোলাপগঞ্জেও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনী বিতরণ হয়েছে এসব কর্মসূচিতে। দুটি উপজেলার কর্মসূচিতেই প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা সাবেক বিরোধীদলীয় হুইপ ও সাবেক সাংসদ মো. সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন, জেলা জাপা সাবেক সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, সিলেট মহানগর যুব সংহতির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ। 

১৪ জুলাই শুক্রবার বাদ জুমআ গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুসল্লী ও উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সেলিম উদ্দিন।

পরে একটি র‌্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন তিনি। র‌্যালি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুজিবুর রহমান মুজিব, সাবেক আহবায়ক কবির আহমদ, জালাল আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিন বাদ আছর বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পার্টির বিয়ানীবাজার উপজেলা কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন।

উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সভাপতি শামস উদ্দিন রানা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সফর উদ্দিন, দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী কটই, প্রচার সম্পাদক এহসানুল হক শামীম, সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী আফাজ উদ্দিন, নালবহর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ আলম, চারখাই জাতীয় পার্টির আহবায়ক মামুনুল হক চৌধুরী মামুন, সদস্য সচিব আব্দুল কাদির মাখন, , ইউনুছ মাহমুদ, যুব সংহতির যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম, লুৎফুর রহমান, মইন উদ্দিন ও জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় সদস্য শফিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এসব কর্মসূচিতে সেলিম উদ্দিন বলেন, স্বাধীনতা পরবর্তী সমযে বাংলাদেশের সকল উন্নয়ন অগ্রযাত্রায় পল্লীবন্ধু এরশাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। মসজিদ মাদরাসা ও ইসলামের খেদমতে যে ঐতিহাসিক খেদমত করে গেছেন আজও মানুষ তা শ্রদ্ধার সাথে স্মরণ করে। সুতরাং জনগণের হৃদয় থেকে পল্লীবন্ধু এরশাদকে কেউ মুছতে পারবেনা। তিনি বলেন, দুই দলের ব্যর্থতায় মানুষ পল্লীবন্ধুর শাসনামলকে স্মরণ করছে। আগামীতে জাতীয় পার্টিকেই মানুষ ক্ষমতায় বসাবে। তিনি বলেন সিলেট ৬ আসন উদ্ধার করে পার্টিকে উপহার দেবে এখানকার নেতাকর্মীরা। এ ক্ষেত্রে আর কোনো কোনো ছাড় দেয়া হবে না।