গাঁয়ের সকাল

গাঁয়ের সকাল
                              বদ্রীনাথ পাল
হাঁটছি আমি গাঁয়ের পথে মিষ্টি সকাল বেলা-
দেখছি গাছে ফুল ফুটেছে, করছে অলি খেলা।
শিশিরকণা পড়ছে ঝরে সবুজ সবুজ ঘাসে-
প্রভাত রবি ঝিকমিকিয়ে তার সাথে ওই হাসে।
পাখ-পাখালি ডানা মেলে উড়ছে গাছে গাছে-
নদীর কূলে ঢেউ গুলো সব ছলাৎ ছলাৎ নাচে।
দল বেঁধে সব রাজহংস পদ্ম দিঘির ঘাটে-
প্যাঁক্ পেঁকিয়ে করছে খেলা এবং সাঁতার কাটে।
রহিম চাচা লাঙ্গল কাঁধে যাচ্ছে মাঠের কাজে-
গাইছে মাঝি ভাওয়াইয়া, সে সুর কানে বাজে।
বিন্তি জেলে চ্যাং পুঁটিমাছ চুপড়িটাতে ভরে-
সকাল হল, যাচ্ছে হাটে মেঠো পথটি ধরে।