ঘুমের প্রসাদ

ঘুমের প্রসাদ

 মিশকাত উজ্জ্বল 

অতন্দ্রার লগ্ন দ্রাঘিমা ছাড়ালে 

প্রবাদ-পুরুষেরা ঘুমের দোকানে যায়

মদের গ্লাসে টুপটাপ ছেড়ে দিয়ে 

দুতিন স্লিপিং পিল—

রাজ্যের হতাশা গোগ্রাসে গিলে নেয়। 

কামদেবতার অস্থিরতার অবদমনে 

অহল্যার শরণার্থী হয়। 

চাঁদ মামা, ভূতের অর্চনা; 

রাম নম জপ করে কেউ কেউ। 

আর আমি অক্লেশে আবৃত্তির ষড়যন্ত্র 

কানে তুলে নিয়ে তারস্বরে বলি—

"প্রথমত আমি তোমাকে চাই,

দ্বিতীয়ত..., শেষ পর্যন্ত তোমাকে চাই।"