ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া রোগ থেকে বাঁচার উপায়

ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া রোগ থেকে বাঁচার উপায়

বাংলাভাষী ডেস্কঃ
ঘুমিয়ে গেলেও আমাদের শ্বাস-প্রশ্বাস ক্রমাগত নিয়মতান্ত্রিকভাবেই চলতে থাকে। ঘুমের মাঝে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। ঘুমের মাঝে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটি জটিল সমস্যা হলো স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া হলে ঘুমের মাঝে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়, যা কিনা ১০ সেকেন্ড থেকে কিছু মিনিট সময় ধরে থাকে।

এই সমস্যাতে ঘুমের মাঝে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণও কমে যায়। এটি একটি প্রাণঘাতী বিষয়। তবে সঠিক চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়ে যায়। চিকিৎসা না নিলে মারাত্মক জটিলতা হতে পারে। এই রোগে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, বুকে ব্যথা অনুভব করা, অসংযত হার্টবিট, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ঘুমের মাঝে মারা যাওয়া, ডিপ্রেশন ইত্যাদি।

জীবনযাত্রার পরিবর্তন করলে স্লিপ এপনিয়াতে আক্রান্ত হওয়ার হার কমে যায়

এই রোগ থেকে বাঁচতে কী করবেন-

১. অতিরিক্ত ওজন কমাতে হবে
২. নাক বন্ধ ও অ্যালার্জির চিকিৎসা নিন। নাক বন্ধ উপশমকারী ওষুধ ব্যবহার করুন
৩. অ্যালকোহল ও ধূমপান বন্ধ করুন
৪. ঘুমের ওষুধ খাবেন না
৫. চিৎ হয়ে না ঘুমিয়ে কাত হয়ে ঘুমান। ঘুমের মাঝে চিৎ না হওয়ার জন্য পিঠের নিচে বালিশ ব্যবহার করুন
৬. ক্লান্ত ও ঘুম পাওয়া অবস্থায় গাড়ি অথবা ভারী মেশিনারিজ অপারেট করবেন না

লেখক: ডা. ফাতেমা ইয়াসমিন, স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ
ইনজিনিয়াস পালমোফিট
শ্যামলী, ঢাকা।