চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়ে বিপিএল শুরু সিলেটের

বাংলাভাষী ডেস্কঃঃ

সিলেটের দেওয়া ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

চট্টগ্রামের দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি সিলেটের। দলের ১২ রানের সময় রিক্রুট কলিন অ্যাকারম্যান শিকার হন মৃত্যুঞ্জয়ের বলে। যদিও শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে আসে শান্ত ও জাকির হাসানের ব্যাটে আসে ৬৩ রান। দলীয় ৭৫ রানের সময় জাকির হাসান লঙ্কান বোলার পুষ্পকুমারার বলে এলবির শিকার হয়ে ফিরে যান। এর আগে ২১ বলে করেন ২৭ রান করেন এ জাকির।

এরপর অবশ্য তৃতীয় উইকেটে বাকিটা সময় দেখে শুনে কাটিয়ে দেন নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিক। ফলে বাকি ১৫ রান তুলে ৮ উইকেটের বড় জয় পেয়ে মাঠ ছাড়ে মাশরাফির সিলেট।

এর আগে টস জিতে প্রথমে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট।

প্রথমে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভার শেষে ৯ উইকেটে ৮৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ বলে ২৫ রান করেছেন আফিফ হোসেন ধ্রুব।

সিলেটের বোলারদের পক্ষে রেজাউর রহমান রাজা সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন।