চলে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ

চলে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ

বাংলাভাষী ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। রোববার (২৯ আগস্ট) মধ্যরাতে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হলে পরে সুস্থ হন। কিন্তু শরীরে থেকে যায় জটিলতা। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। সেসময় একটি হোটেলে কিছুদিন থাকার পর তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে করোনা-মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।

বুদ্ধদেব গুহ ১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই লেখক মূলত বন, অরণ্য ও প্রকৃতিবিষয়ক লেখার জন্য পরিচিত। তার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসংগীত গায়িকা ঋতু গুহ।

বিশ্বভারতীর রবীন্দ্রভবন পরিচালন সমিতির সদস্য বুদ্ধদেব গুহ ১৯৭৭ সালে 'হলুদ বসন্ত' উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার পান।