চেয়ারম্যান নয় পিটিআইয়ের প্রধান পৃষ্ঠপোষক হবেন ইমরান

বাংলাভাষী ডেস্কঃঃ

সাবেক সুপারস্টার ক্রিকেটার ও পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের মূল নেতা ইমরান খানকে প্যাট্রন-ইন-চিফ বা প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিযুক্ত করার বিষয়ে বিবেচনা করছে, যাতে দলের চেয়ারম্যান হিসেবে ইমরানের আইনী বিপদগুলোকে তারা এড়াতে পারেন।

তাদের দল পিটিআইয়ের ভেতরের কর্তাব্যক্তিরা দাবি করেছেন, ইমরানকে পিটিআই চেয়ারম্যান থেকে সরানোর এই সিদ্ধান্তটি সম্ভাব্য আইনী লড়াইয়ের বিপক্ষে তাদের একটি ব্যাকআপ কৌশল। তাদের দলের প্রধান তিনিই থাকবেন এবং এমনকি এই নতুন নিয়োগের পরও তিনি তার দলের সকল বিষয় পূর্ণ কর্তৃপক্ষ হিসেবে দেখাশোনা করার কর্তৃত্ব লাভ করবেন।

তারা আরও জানিয়েছে, ইমরান খানকে নতুন পদে নিয়ে আসার জন্য দলের গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজন হবে না।