ছায়া

ছায়া

মিনারুল আলম

দিনের শেষ আলোয় ছায়া দীর্ঘ হলেও,

তার অস্তমিত গন্তব্যে জানান দেয় সময়ের সল্পতার।

অধোগামী সূর্যাস্ত ত্রস্তে আলোড়ন তুলে খেয়া পারে,,

আমরা কেবল রেখে আসি আমাদের সুগন্ধি রুমাল।

যার কোন আলপথ এখনো রেলপথ,

যেন ম্রিয়মাণ হুইসেল,

ঝমঝম করে ব্রিজ পার হয়ে যায়।

সময় তার অবগুণ্ঠন খুলে কি অসীম সৌন্দর্য নিয়ে, 

ঘরে ফিরে, অরণ্য, মাঠ, নদীর মত,

স্মৃতির কিশোর বেলায়।

কে কাকে মনে রাখে?

কে তাকে দূরভেদী প্রশ্নবাণ হয়ে ডাকে?

ছায়া দীর্ঘ এক একাকী ক্রমিক পথের আলোহীন বিভ্রমে জলরঙ মায়া।