জঙ্গিদের বইমেলায় হামলার চিঠির ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, জঙ্গিদের বইমেলায় হামলার চিঠি হলো উড়ো চিঠি। এমন চিঠি বহুবার এসেছে। এসব চিঠির কোনো ভিত্তি নেই।

বুধবার (১ মার্চ) মিরপুরে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা যায়নি‌। তবে জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলখানা থেকে পলাতক ২ জঙ্গিকে ধরতে গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। হয়তো যেকোনো সময় তারা গ্রেপ্তার হবে। নির্বাচনের সময়ে সব রাজনৈতিক দল মাঠে থাকে, কিছু কিছু দল হয়তো এসব জঙ্গিদের নানাভাবে উৎজীবিত করার চেষ্টা করতে পারে সেই বিষয়ে আমরা সতর্ক রয়েছি। তবে এতে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হবে বিষয়টি এমনভাবে বলা যাবে না।

মন্ত্রী বলেন, পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না, বিষয়টি এমন নয়। আমরা অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়েছে তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা তাদের ধরে ফেলব।