জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে- রাষ্ট্রপতি

বাংলাভাষী ডেস্কঃঃ

রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের ভালোবাসা পেতে হলে তাদের অবহেলা করা যাবে না। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে ও তাদের মূল্যায়ন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আপনারা আমাকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এ জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি কখনও ব্যক্তিস্বার্থে কাজ করিনি। সারা জীবন হাওর এলাকার উন্নয়নে কাজ করেছি।

এ সময় কিশোরগঞ্জের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, প্রকৌশলী রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।