জননী

জননী

অনুকা সিদ্ধা

        মা শব্দটি ছোট 

        তাৎপর্য সীমাহীন 

      মা বলে ডাক দিলে

জোরায় সকলের মনও প্রাণ।

   মাগো তুমি কথা দাও

যাবে নাতো ছেড়ে আমায়।

মায়ের মুখের হাঁসির জন্য 

এনে দিব হাজারো পুষ্প,

বাংলা মায়ের সকল সন্তান 

আমরা একএে সংকল্প বদ্ধ। 

মায়ের মুখে শুনে স্নেহের ডাক

আমরা ফিরে আসি বার বার,

মায়ের মমতার এতটান।

   মা যখন শাসন করে

গর্বে ভরে যায় আমার বুক

   মা, আবার জন্ম নিলে

আসবো তোমার কোলে ফিরে

জননী জন্ম ভুমির বুকে।