জিনপিং রাশিয়ায়, হঠাৎ ইউক্রেনে জাপানের প্রধানমন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃঃ

তিন দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন রাশিয়ায় অবস্থান করছেন ঠিক সেসময় আকস্মিক ইউক্রেন সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। মঙ্গলবার (২১ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভ সফরে গেছেন ফুমিও কিশিদা। এরপর তিনি ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড সফর করবেন। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তারা। এরপর ২৩ মার্চ জাপান ফিরবেন তিনি।

এই বছর জাপান গ্রুপ-৭ সামিটের আয়োজন করছে। তাদের মধ্যে কিশিদাই হলেন একমাত্র নেতা যিনি জেলেনেস্কির সঙ্গে আলোচনা করেননি। মে মাসে হিরোশিমায় গ্রুপ-৭ সামিট হবে। সেখানে প্রধান আলোচ্যসূচি হবে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন।

জাপানের প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর এই কারণে অপরিহার্য ছিল, তিনি এই সম্মেলনের নেতৃত্ব দেবেন ও কীভাবে ভবিষ্যতে ইউক্রেনকে সহযোগিতা করা যায় সেই আলোচনায় কিয়েভ সফরের অভিজ্ঞতা তার খুব কাজে লাগবে।

গত ৬ জানুয়ারি টেলিফোন আলাপে জেলেনেস্কি জাপানের প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।

গত ফেব্রুয়ারিতে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও প্রধান বিরোধী দল কনিস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান বলেছিল, নানা গুরুত্বপূর্ণ মানুষের আগ্রহের কারণে ডায়েটের একটি রিপোর্ট তৈরির ভিত্তিতে জাপানের প্রধানমন্ত্রীর ইউক্রেনে যত দ্রুত সম্ভব সফর হতে পারে এবং তিনি জাপানে ফিরে এসে ডায়েটে রিপোর্ট করবেন।

তিন দিনের সফরে গতকাল (২০ মার্চ) রাশিয়ায় যান শি জিনপিং। তিনি আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় বসেন।