জিম্বাবুয়েকে উড়িয়ে সেমিতে ভারত

জিম্বাবুয়েকে উড়িয়ে সেমিতে ভারত

বাংলাভাষী ডেস্ক :

পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় শেষ হয় গ্রুপ টুয়ের নাটকীয়তা। ভারত ও জিম্বাবুয়ের ম্যাচটি হয়ে দাঁড়ায় আনুষ্ঠানিকতা। একমাত্র দেখা বিষয় ছিল অঘটনে ভরা বিশ্বকাপে ভারতকে চমকে দিতে পারে কিনা জিম্বাবুয়ে।

ম্যাচে তেমনটা হয়নি। জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে সহজে ৭১ রানে ম্যাচ জিতে নিয়েছে ভারত। ফলে, গ্রুপ টুয়ের সেরা দল হয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন রোহিত-কোহলিরা।

রোববার দিনের তৃতীয় ম্যাচে অ্যাডেলেইডে আগে ব্যাট করতে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১১৫ এর বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েসলি মাধেভেরেকে প্রথম বলে হারিয়ে জিম্বাবুয়ে ইঙ্গিত দিয়ে রাখে ধসের। মাধেভেরে শূন্য রানে ফেরেন ভুবনেশ্বর কুমারের বলে।

এরপর একে একে বিদায় নেন চেজিস চাকাবভা, শন উইলিয়ামস, ক্রেগ আরভাইন ও টনি মুনিওঙ্গা। ভারতীয় সিমারদের বোলিংয়ের কোনো জবাব দিতে পারেনি জিম্বাবুয়ের টপ ও মিডল অর্ডার।

৭.৩ বলে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফ্রিকানরা। শেষ দিকে রায়ান বার্লের ২২ বলে ৩৫ ও সিকান্দার রাজার ২৪ বলে ৩৪ রানের ইনিংসে হারের ব্যবধান কমাতে পেরেছে তারা।

ভারতের হয়ে সেরা বোলার ছিলেন রভিচন্দ্রন আশউইন। ২২ রানে ৩টি উইকেট নেন এ স্পিনার। ভুবনেশ্বর নেন এক উইকেট। মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া নেন ২টি ও আর্শদিপ সিং নেন ১টি উইকেট।

বৃহস্পতিবার দুপুর ২টায় অ্যাডেলেইডে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।

আগের দিন, প্রথম সেমিফাইনালে একই সময়ে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে পাকিস্তান।