জল হবো

জল হবো

রুকসানা রহমান

গোধুলির মুছে যাওয়া রঙ ঘোরলাগা কুয়াশা
নিশীথের জানালায় বেদনা তীরে বসে আছি নিরাশায়।

হয়তোবা কোনদিন ফিরে আসো, ঝরে যাওয়া জ্যোৎস্নার দ্বীপে ঘুমশষ্যায়। 

ডেকে,ডেকে ক্লান্ত হয়ে ভুলের শিশির ঝরবে,ঐ নিষ্ঠুর চোখ ?

এই আমি, অজানার দেশ হতে ফিরে আসি কোনোদিন 
পৃথিবীর জটিল মঞ্চে
কথা দিলাম তখন তোমার
কান্নার জল হবো...