জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বাংলাভাষী ডেস্কঃঃ

নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। মালয়েশিয়াকে ৯৭ রানের ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

সোমবার (১২ জুন) হংকংয়ের মং ককে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৫১ রান করে মালয়েশিয়া। 

এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনিং জুটিতে আসে মাত্র ২১ রান। আর ৫২ রানে বাংলাদেশ হারায় ৪ উইকেট। সেখান থেকে প্রতিরোধ গড়েন স্বর্না আক্তার ও মুর্শিদা খাতুন। পঞ্চম উইকেটে ৩৬ রানের জুটি গড়েন তারা। স্বর্না ১৩ বলে ২০ রান করে ফিরলে ভাঙে এ জুটি। এরপর ৩ রান করে ফিরে যান নাহিদা আক্তার।

ইনিংসের বাকি সময় মুর্শিদাকে সঙ্গ দেন রাবেয়া খান। তাদের জুটিতে আসে ৫৭ রান। রাবেয়া ১৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। আর মুর্শিদা ৪৪ বলে ৭ চারে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।

মালয়েশিয়ার হয়ে মাহিরাহ ইজাতি ইসমাইল, আয়েশা এলিসা ও নুর দানিয়া দুটি করে উইকেট শিকার করেন।

১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অলআউট না হলেও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে মালয়েশিয়া। তাদের পক্ষে সর্বোচ্চ ১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন আইনা হামিজা হাশিম। দুই অঙ্ক স্পর্শ করেছেন আরও দুইজন। ক্রিস্টিনা ব্যারেট ও মাস এলিসা ১১ রান করে করেন।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন রাবেয়া। ৩ ওভারে ৭ রান খরচ করেন এই লেগস্পিনার। এ ছাড়া একটি করে উইকেট নেন সুলতানা, নাহিদা, সানজিদা আক্তার ও মারুফা আক্তার।

আগামী ১৪ জুন একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ। গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ আগামী ১৬ জুন, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।