টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন কেবিনেট গঠণ 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন কেবিনেট গঠণ 




বাংলাভাষী ডেস্ক 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন কেবিনেট গঠণ করা হয়েছে ।গত ২৫শে মে মালবেরী প্লেসে অনুষ্ঠিত কাউন্সিলের পূর্নাঙ্গ সভায় নতুন কেবিনেট গঠন ও অনুমোদন প্রদান করা হয়।

অধিবেশনটি দু’ পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে সভাপতিত্ব করেন স্পীকার আহবাব হোসেন ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত স্পীকার কাউন্সিলার শাফি আহমদ। সভায় বক্তব্য রাখেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও কাউন্সিলের চীফ এক্সিকিউটিভ উইল টাকলী। আলোচনায় অংশ নেন কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ,কাউন্সিলার ওহিদ আহমদ , কাউন্সিলার কবির আহমদ , কাউন্সিলার সিরাজুল ইসলাম , কাউন্সিলার সাবিনা আক্তার , কাউন্সিলার আব্দাল উল্লাহ , কাউন্সিলার আমিনা আলী , কাউন্সিলার পিটার গোল্ড প্রমুখ ।
সভায় কাউন্সিলার শাফি আহমদকে স্পীকার ও কাউন্সিলার হারুন মিয়াকে ডেপুটি স্পীকার নির্বাচিত করা হয়। এছাড়া বিভিন্ন কমিটিতে প্রতিনিধিও নির্বাচিত করা হয়। নতুন কেবিনেটে যাদেরকে মনোনীত করা হয় তারা হচ্ছেন - ডেপুটি মেয়র ও কেবিনেট মেম্বার -কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ( এডুকেশন ও লাইফ লং লারনিং ), কাউন্সিলার আ ম ওহিদ আহমদ ( সেফার কমিউনিটিজ), কাউন্সিলার সাঈদ আহমদ ( রিসোর্স এণ্ড কষ্ট অব লিভিং ), কাউন্সিলার কবির আহমদ ( রিজেনারেশন , ডেভোলাপমেন্ট ও হাউজ বিল্ডিং ), কাউন্সিলার আবু তালহা চৌধুরী ( চাকুরী ,স্কীলস এণ্ড গ্রোথ ), কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী ( হেলথ, ওয়েলবিং এণ্ড সোশিয়েল কেয়ার ), কাউন্সিলার কবির হোসেন ( এনভায়রনমেন্ট এণ্ড ক্লাইমেট ইমারজেন্সী ), কাউন্সিলার সুলুক আহমদ ( ইকুয়েলিটিজ এণ্ড সোশিয়েল ইনক্লুশন ), কাউন্সিলার ইকবাল হোসেন (কালচার এণ্ড রিক্রিয়েশন)।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান তাঁর বক্তব্যে - বারার সকল বাসিন্দাদের কল্যানের জন্য ‘ ওয়ান টাওয়ার হ্যামলেটস নীতির ‘ ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ।তিনি তাঁর নির্বাচনী মেনুফেষ্টো ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।


এখানে উল্লেখ্য -জন বিগসের আমলে অতিরিক্ত যে দু’জন ডেপুটি মেয়রের পদ সৃষ্টি করা হয়েছিল তা নতুন মেয়র বিলুপ্ত ঘোষণা করেন। তিনি হুইপের পদও বিলুপ্ত করেন ।