ডুব

ডুব


আব্দুছ ছালাম চৌধুরী 

যা—সাহস রাখ্
চোর-পুলিশ ভয়ে মাঠ ছেড়ে যাস্ না,
আড্ডা ঘরে বসিস্
গাল ভরে হাসিস্
তোর জন্য নিঃশ্বাস ভরে একটা ডুব দিলাম 
কফি খেয়ে নে'তো! 

সমুদ্রে যখন ভলকেনো সৃষ্টি হয়, তখন উত্তপ্ত থাকে সাগর
ধোঁয়া ধোঁয়া থাকে চারপাশে—
জলন্ত আগ্নেয়গিরি যখন শান্ত হয়,তখন 
বালুকণার জমাট বেঁধে ভাসমান চর জাগে— 

ভূপৃষ্ঠে আলোর মুখ দেখা সেই চরের নাম করণ করা হয়— আলোর চর।
কাল বেদে আলো নিয়ে হয় লড়াই 
দাপট যার
সেই করে ঘর—
আহ্লাদে সেই ঘরে রাখে বড় একটা বাতায়ন। 

একদিন সেই বাতায়নের দিকে তাকিয়ে বলে
কে আমার পরাণ সুধালে—
অথৈজলে এমন সুখের স্বপ্ন সাজালে!
ঠিক তখন ফিরে তাকায়—
কে আমার অনুরক্ত ছিলো—
কে আমাকে সাহস সঞ্চার করেছিলো—
কে আমার মনের গহীনে ডুব দিয়েছিলো। 

অসমাপ্ত—
২৬/৬/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন"