ঢাকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃঃ

ঢাকায় এসেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার কিছু পরে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৩ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন। বিমানবন্দর থেকে সরাসরি তারা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওঠেন।

আজ রাতেই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল হোটেলেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদের দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

আগামীকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রবাসী কল্যাণ ভবনে ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জনশক্তি রপ্তানি নিয়ে কথা বলবেন তারা।

দুপুর ১২টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

এদিন বিকাল ৫টায় ঢাকা ত্যাগ করবেন সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

এর আগে ২০২২ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন তিন দিনের সফরে ঢাকায় আসেন