তোমার ছোঁয়া বৃষ্টি

তোমার ছোঁয়া বৃষ্টি

কাবেরী মিত্র

তোমার নিঃশ্বাস ছুঁয়ে ছিল বৃষ্টি,

তোমায় ছুঁয়ে স্নিগ্ধ হয়ে আমার কাছে এসেছিলো,

তোমার পরশে সে যেন

আরও সুন্দর আর ও অপূর্ব,

আরও মধুর ঐ বৃষ্টি।

জলবারান্দার শীতল ছোঁয়ায়,

তোমার সুন্দর দুটি আঁখি,

কি যেন ভাবনায় লিপ্ত,

আর আমি????

শুধু তোমার ভাবনায় হারিয়ে,

তোমার দেখা পেয়ে ই তৃপ্ত।

ঐ কালো মেঘের থেকে ঝরে ছিল

যতো গুলো ফোঁটা,

হৃদয় ভিজিয়ে চেয়ে ছিল শুধু তোমায়

কোন গুন নেই আমার

যদি হতাম চিত্রশিল্পী!!

আকতাম তোমার ছবিওই

কালো মেঘে থেকে ঝরে পড়া ক্যানভাসে

রঙে রঙে ভরিয়ে দিতাম তোমায়

আমার মনের খোলা আকাশে।