তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১৪০০ ছাড়াল

বাংলাভাষী ডেস্কঃঃ

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে প্রবল শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশের অনেক ভবন ধসে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

এদিকে ভূমিকম্পে কেবল তুরস্কেই ৯১২ জন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৩৮৩ জন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরাদোয়ান হতাহতের এ তথ্য জানিয়েছেন। তবে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা বলতে পারছেন না বলে জানান তিনি।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূ-কম্পনটির উৎপত্তিস্থলে গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার। তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চল থেকে আঘাত হানে এটি।

তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। মূল ভূ-মকম্পনটি আঘাত হানার প্রায় ১১ মিনিট পর আরেক দফায় আঘাত হানে ভূমিকম্প। ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী আফটারশক মূল ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে। ১৯ মিনিট পরে, ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি তীব্র আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমাবেদনা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরাদোয়ান এক টুইট বার্তায় বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আমরা দ্রুত এ বিপর্যয় কাটিয়ে উঠব।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমন সোয়লু বলেছেন, ভূমিকম্পে গাজিয়ানটেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্য, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেক ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের সন্ধানে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।