তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাভাষী ডেস্কঃঃ

তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে অনেক মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে প্রবল শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়, ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার অনেক ভবন ধসে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।