দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভিসামুক্ত চলাচল চান পররাষ্ট্রমন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃঃ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভিসামুক্ত চলাচল চান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


রবিবার (১২ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশ-নেপাল বন্ধুত্বের ৫০ বছর উদযাপন : শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি ভাগাভাগির দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

দক্ষিণ এশিয়ায় ভিসামুক্ত চলাচলের সুযোগ তৈরি হলে দেশগুলোর মধ্যে আরও কানেক্টিভিটি বাড়বে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে করে ব্যবসা-বাণিজ্যও বাড়বে।

বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, পর্যটন ও বাণিজ্য খাতে সম্ভাবনা অনেক বেশি উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, তবে দুই দেশের মধ্যে আরও বেশি বাণিজ্য হওয়া উচিত।
দুই দেশ জ্বালানি সহযোগিতায় অনেক এগিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেপাল থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা আনতে চাই, তবে সেটা দেরি হচ্ছে।

প্রায় সাড়ে ছয় বছর নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা চলছে। এছাড়া বাণিজ্য বাড়াতে ট্যারিফ বাধা চিহ্নিত করে সেটা দূর করতে হবে। বিমান যোগাযোগ আরও বাড়ানো যেতে পারে। 

তিনি আরও বলেন, শুধু ঢাকা নয়, সৈয়দপুর থেকেও বিমান চলাচল হতে পারে দুই দেশের মধ্যে। এছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো জরুরি।

বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে বাড়ছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, আঞ্চলিক ও বহুমুখী ফোরামেও বাংলাদেশ ও নেপাল একযোগে কাজ করছে।

জ্বালানি সহযোগিতার লক্ষ্যে উভয় দেশ যেন লাভবান হয়, সেভাবেই কাজ চলছে  জানিয়ে নেপালের রাষ্ট্রদূত বলেন, তিন হাজার নেপালি শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করছেন।