দোষী (গীতিকাব্য )

দোষী  (গীতিকাব্য )


সি এম আমিনুল ইসলাম। 

বিনা দোষে দোষী হইয়া
কূল কিনারা সব হারাইয়া, 
ঘুরি ধারে ধারে---
সোনা বন্ধু রে---
হাসি মুখে ব্যথা দিয়া--- চইলা গেলি দূরে। 

পাশাপাশি থাকবো দু'জন
এইতো ছিলো কথা, 
চলে গেলে সুজন বন্ধু
দিয়ে আমায় ব্যথা, 
সেই ব্যথার চটে দেহ চলছে না (২) কখন জানি যাই মরে।
সোনা বন্ধু রে---
হাসি মুখে ব্যথা দিয়া-- চইলা গেলি দূরে। 

কথা ছিলো পাড়ি দেব
দু'জনই একই সাথে 
বন্ধু বিনে এখন আমি
কাঁদি দিনে রাতে, 
দিন যায় আমার যেমন তেমন-- রাত কাটে ভবঘুরে,, 
সোনা বন্ধু রে-- 
হাসি মুখে ব্যথা দিয়া--- চইলা গেলি দূরে। 

কতো কথা বলতে তুমি
একটু আড়াল হলে 
হাসি মুখে সহে নিতাম
তোমায় ভালোবাসি বলে, 
শাসন ছিলো প্রেম ও ছিলো(২) দুই ছিলো এক অন্তরে। 
সোনা বন্ধু রে ---
হাসি মুখে ব্যথা দিয়া----- চইলা গেলি দূরে। 

১৩/৬/২০২১