ধ্বিকৃত শোধ

ধ্বিকৃত শোধ

রিটোন মোস্তফা

নিত্য নামে রাত নাভির নীচে 

দিনের শ্রমের শোধ মেটাতে।

এক চমুকে নেয় তুলে নেয়

জীবন জ্বালার শোধ মেটাতে।

উদাস আকাশ উদাস আমি

বাঁচার লড়াই দিন ও রাতে।

কেউ চেনে না পাশের বাড়ি

খোঁজ রাখিনা, কেন কাঁদছে নারী?

আপন যে জন, বুকের কাঁপন

সে কবিতা, কলম খোঁচার কাব্য কথন।

নারীর হাতে নরম ছোঁয়া

সেতো রাতের যন্ত্র, ভোগের কথা।

কে স্ত্রী, কে যে অঙ্গ, কে সম্পদ

ভুলেই গেছে জীবন জ্বালার ব্যস্তত।

এখন সবার অন্তর আত্মা

নামতে থাকে লোভের ঘাটে।

কি প্রেম বলো কি বন্ধনে

ব্যাস্ত জীবন আজ মাশুল নিতে।