ধ্রুব-পঙ্ক্তি ও নারী

ধ্রুব-পঙ্ক্তি ও নারী

নন্দিনী আরজু রুবী 

ছায়া কুড়োতে কুড়োতে রোদের প্রান্তে এসে, 

ঘোর লাগে, আলোর শিশিরে ভেজা পরিশুদ্ধ পথ!

এই ধ্রুব-অবগাহনে কোনো ছায়া নেই!

অকাট্য অথবা ভ্রান্ত বেশে আষ্টেপৃষ্ঠে সেইসব গ্লানি নেই!

কোটি জন্মের অন্ধত্ব, ভেবেছো কি অমোঘ ঐশ্বরিক?

পাঁজর খুলে মতান্তরে তুমুল জেগে ওঠার তাড়না,

অজস্র ছায়া ছিঁড়ে এই আলোড়ন ;

বিবিধ অট্টরব পায়ে দলে নিযুত-কোটি পাথারের সাঁতার...

হয়তো বিদ্রোহী অথবা প্রাচীন-অন্ধত্ব উপড়ে উন্মুক্ত নারী,-- 

হয়তো ক্রোধ অথবা মায়া!