ধূসর কাহিনী

ধূসর কাহিনী

রবীন্দ্র নাথ ঘোষ

মধ্যমায় কি ভীষণ অগ্নিগন্ধ

আঁখি ও সত্তায় ডুবলে লোভ লাস্যে;

অতলে লুকানো গোপন অভিসন্ধি!

ভুলে যায় সে যে অতীতের প্রতিদ্বন্দ্বি।

বসন্তের সেই উন্মাদনার দিন

সাদাকালো নয় সমস্তটাই রঙিন,

জুঁই চামেলীর গন্ধমাখা বুকে

আবেগের ভারে পড়েছে হঠাৎ ঝুঁকে।

হৃদয় সাগরে উর্মিমালার ছন্দ

সুর-লয়-তাল মিলেমিশে একাকার;

পৃথিবীর যেন সমস্ত সুখ মুঠোয় বন্দি

সৃষ্টিকর্তার এ এক আশ্চর্য গোপন ফন্দি।

সময়স্রোতের নির্মোহে দিকভ্রষ্ট

স্বপ্নের শিরায় জমাট যত বদরক্ত!

মূলস্রোতে ফেরার এখনো আপ্রাণ চেষ্টা;

ঝাপসা পাতা পড়া যায়নি-

কাহিনীর সেই শেষটা।