নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স

বাংলাভাষী ডেস্কঃঃ

নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। জেসিন্ডা আরডার্নের পদত্যাগের এক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে এই ভূমিকায় নিজেকে নিযুক্ত করলেন তিনি।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানী ওয়েলিংটনে একটি অনুষ্ঠানে শপথ নেন ক্রিস হিপকিন্স। তাঁকে শপথ বাক্য পাঠ করান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল।

শপথ নেওয়ার পর ক্রিস হিপকিনস বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ এবং দায়িত্ব। সাহসের সঙ্গে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।’

খবরে জানা গেছে, গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। তাঁর পদত্যাগের পর গত রবিবার দলের নেতা ও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ক্রিস হিপকিনসকে বেছে নেন লেবার পার্টির পার্লামেন্ট সদস্যরা। এই পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন তিনিই।

এর আগে দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবাবিষয়ক মন্ত্রী ছিলেন ক্রিস হিপকিনস। তার আগে ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ক্রিস। এরপর ২০২০ সালের নভেম্বরে করোনাবিষয়ক মন্ত্রী হন তিনি। পরে তাঁর দপ্তর পরিবর্তন করা হয়।