নৌকায় চড়ে বিএনপির সমাবেশে আসছেন কর্মীরা

নৌকায় চড়ে বিএনপির সমাবেশে আসছেন কর্মীরা

বাংলাভাষী ডেস্কঃঃ

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে পুরো বিভাগে বন্ধ রয়েছে গণপরিবহন। বাধ্য হয়েই তাই নদীপথে নৌকায় করে সমাবেশে যোগ দিতে সিলেট আসছেন দলটির নেতা-কর্মীরা।

আগামীকাল শনিবার সকাল থেকে সিলেট নগরের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হতে যাওয়া এই সমাবেশের আগের দিন আজ শুক্রবার সকাল থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী এভাবে সিলেট এসে পৌঁছাচ্ছেন।

মূলত সিলেট জেলার আশেপাশের ভাটী ওঞ্চলসহ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকেও সুরমা নদী হয়ে শত শত নেতা-কর্মী সিলেট নগরের বিভিন্ন নৌঘাটে নোঙর করান তাদের নৌকা।

জানা যায়, দিরাই, শাল্লা, ছাতক, মধ্যনগর, ধরমপাশা, তাহিরপুর, নেত্রকোনা থেকে এসেছে শত শত নৌযান সিলেট এসেছে।

নৌযানে করে সিলেট আসা নেতা-কর্মীদের কয়েকজন জানান, শুক্রবার সকাল থেকে তারা মূলত বাসে করে সমাবেশে আসার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু গতকাল সকালে হঠাৎ গণপরিবহন বন্ধের খবর জানতে পেরে গতকাল রাতেই নৌকায় আসার প্রস্তুতি নেন। পূর্ব প্রস্তুতি নিয়ে রাখায় তারা নদী পাড়ি দিয়ে সমাবেশে উপস্থিত হতে পারছেন বলে উচ্ছস্বিত নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে গণসমাবেশ করেছে দলটি।