নতুন ব্রিটিশ হাইকমিশনার ঢাকায় এসেছেন

বাংলাভাষী ডেস্কঃঃ

বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রবিবার (৩০ এপ্রিল) ঢাকায় এসেছেন। সম্প্রতি তাকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ব্রিটিশ সরকার। তিনি রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হয়েছেন।

রবিবার (৩০ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নবনিযুক্ত হাইকমিশনার সারাহ কুক বলেন, ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত।

বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং নিরাপত্তাসহ অনেক বিষয়ে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যুক্তরাজ্য।

সারাহ কুক ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ২০০৫ সালে ডিএফআইডিতে যোগদান করেন। সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে সারাহ কুক গায়ানা ও সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।