নেপালকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের

বাংলাভাষী ডেস্কঃঃ

ভারতের মতো গোলোৎসব করা হয়নি। তবে সহজ জয়েই অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।শুক্রবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

এর আগে দিনের প্রথম ম্যাচে তিন হ্যাটট্রিকে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত।

বাংলাদেশের জয়ে স্কোর শিটে নাম তুলেছেন আকলিমা খাতুন শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা ম্যাচে তৃতীয় মিনিটেই নেপালের জাল কাঁপান আকলিমা। রিপার পাস ধরে লক্ষ্য ভেদ করেন এই ফরোয়ার্ড। দ্বাদশ মিনিটে আফিদা খন্দকারের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার।

প্রথমার্ধে অবশ্য একটি গোলহজমকরে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ২৪ মিনিটে জালের দেখা পান নেপালি মিডফিল্ডার মন মায়াডামাই। এতে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার স্ব¯ি Íনিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। স্বাগতিকরা তৃতীয় গোলের দেখা পায় ম্যাচের ইনজুরি সময়ে। দলের জয়ের ব্যবধান ৩-১ করেন রিপা।

যে ভেন্যুতে ভারতের মেয়েরাি জতেছে ১২ গোলে, সেখানে শিষ্যদের ৩-১ ব্যবধানের জয় কিছুটা হলেও ভাবনায় ফেলেছে ছোটনকে। ম্যাচ শেষে বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী খেলা হলেও উপভোগ্য খেলা উপহার দিতে পারেনি দল।’তবে জয়ের ধারায় থেকেই এগিয়ে যাওয়ার লক্ষ্য ছোটনের।

টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ রবিবার। প্রতিপক্ষ ভারত। কঠিন এই ম্যাচ প্রসঙ্গে স্বাগতিক কোচ বলেছেন, ‘(নেপালেরবিপক্ষে) ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা প্রথম লক্ষ্য পূরণ করতে পেরেছি। এবার পরের ধাপগুলোতে জয় নিয়ে এগিয়ে যেতে চাই।’

ভারত ম্যাচেও জয়ের আশা করছেন ছোটন, ‘ভারত শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করা র সম্ভব।’অপরদিকে, ভারত কোচ ময়মল রকিও মানছেন যে বাংলাদেশ ম্যাচ তাদের জন্য সহজ হবে না।

রকি বলেছেন, ‘বলতেইহবে, মেয়েদের ফুটবলে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো করছে। আমাদের পরের ম্যাচে ওদের বিপক্ষে। এটা আমাদের জন্য সহজ ম্যাচ না। পরের ম্যাচে আমরা আমাদের শতভাগ দেব। দেখা যাক কী ফল হয়।’