নারী

নারী

জয় জ্যোতির্ময়

নারী মাতা নারী বধূ নারী কন্যা বোন,

বন্ধ করো দেশ থেকে নারী নির্যাতন। 

নারীর পেটেতে জন্ম;নারী দেয় সেবা,

নারী ছাড়া মূল্য কই?কই পাও বাবা?

ছোট থেকে কে করেছে লালনপালন? 

তোমার কষ্টে কেঁদেছে এই নারী মন।

ভুলে গেছে নিজ সুখ সন্তানের সুখে,

তবু নারী কষ্ট পায়- সন্তানের দুখে।

জগতের যত জয় যত সব ভক্তি, 

পুরুষের হাতে হয় মূলে নারী শক্তি। 

নারী ছাড়া শূন্য ঘর সুখ নাই ভবে,

নারী সুখ দিয়ে যায়;নিজে কষ্টে রবে।

কেউ কভু করো না তো নারী অপমান, 

দিতে হবে সর্বদাই -- নারীকে সম্মান।